ঝিনাইদহ প্রতিনিধিঃ
নিজ এলাকায় ভয়ঙ্কর আতঙ্কের নাম সাবেক ওয়ার্ড মেম্বর মনির হোসেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়ন, ০৩ নং বজরাপুর ওয়ার্ড, মহেশপুর, ঝিনাইদহ। সব সময়ই সুবিধাবাদী ও সরকারী দলের লোক এই মনির হোসেন। দখল বাজী, চাঁদা বাজী, জমিদখল ও জোর পূর্বক উচ্ছেদ, অপহরণ, মারপিট, টাকার বিনিময়ে জোরপূর্বক বিবাহ এবং বিচ্ছেদ। সংখ্যালঘু দের হুমকি ও চাঁদা দাবী, প্রবাসী ব্যক্তিদের নিকট চাঁদাবাজী ও তাদের পরিবারের সদস্যদের অত্যাচার, ভয়ভীতি, মাদক সেবন, মাদক ব্যবসা, মাদক বিতরণকারী, রোড ডাকাতি ও ছিনতাই ইত্যাদি কর্মকাণ্ড নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও মিডিয়াটিম দীর্ঘদিন কাজ করে উল্লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করেছি বলে জানা গেছে। অনুসন্ধান টিম জানায় মনির হোসেনের নামে মহেশপুর থানায় মাদক মামলা আছে। কে এই দুর্ধর্ষ মনির? জানতে সাথে থাকুন।
(বিস্তারিত আসছে…)
Leave a Reply