ক্যাটরিনা কি সত্যিই মা হতে চলেছেন?

বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফ অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে সুখের সংসার করছেন। বিয়ের পর থেকেই তার একাধিকবার অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামাজিক মাধ্যমে উঠে এসেছে। সম্প্রতি সেই জল্পনার গুঞ্জনে আরও ডালপালা ছড়িয়েছে। এবার নাকি সত্যি সত্যিই মা হতে চলেছেন অভিনেত্রী। ২০২৫ সালেই নাকি বাবা হতে চলেছেন অভিনেতা ভিকি কৌশল।

এর আগে ২০২১ সালের ডিসেম্বরে ভিকি কৌশলকে বিয়ে করেছিলেন ক্যাটরিনা কাইফ। দেখতে দেখতে প্রায় চার বছর হলো বিয়ের বয়স। সেই বিয়ের আসর ঘিরে ছিল যেমন কড়া নিরাপত্তা, ঠিক তেমনই এবার সন্তান জন্মের ক্ষেত্রেও একই ধরনের কড়াকড়ি বহাল রাখছেন ক্যাটরিনা-ভিকি দম্পতি।

প্রায় দুই বছর ধরে সিনেমার জগৎ থেকে দূরে আছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেলেও সিনেমা থেকে দূরে আছেন তিনি। তবে অভিনেত্রীকে তীর্থস্থানে দেখা গেছে।

এর আগে গত বছরও আম্বানিপুত্রের বিয়ের সময়ে ক্যাটরিনার পোশাক ও হাঁটাচলা দেখে নেটিজেনরা মনে করেছিলেন অভিনেত্রী অন্তঃসত্ত্বা। গত কয়েক বছরে সামাজিক মাধ্যম ও ফটোসাংবাদিকদের থেকে দূরত্ব তৈরি করে আছেন ক্যাটরিনা। কিন্তু সম্প্রতি মুম্বাইয়ে একটি ফেরিঘাটে স্বামীর সঙ্গে অভিনেত্রীকে দেখা যেতে জল্পনা দ্বিগুণ হয়। সেখানে নজর কাড়ে ক্যাটরিনার পোশাক।

সেদিন অভিনেত্রী পরেছিলেন সম্পূর্ণ সাদা রঙের কো-অর্ড সেট। এ পোশাক থেকেই অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা শুরু। ক্যাটরিনার পরনে সাদা ঢিলেঢালা শার্ট দেখে অনুরাগীদের প্রশ্ন অভিনেত্রী কি স্ফীতোদর লুকানোর চেষ্টা করছেন?

শুধু তাই নয়, গাড়ি থেকে নেমে এসে কিছুটা ধীরগতিতেই হাঁটছিলেন ক্যাটরিনা কাইফ। সামাজিত মাধ্যমে একটি পোস্টও ভাইরাল হয়, যেখানে ভিকি-ক্যাটরিনার ছবি দিয়ে লেখা আমরা দুই থেকে তিন হচ্ছি। নভেম্বরই সন্তান ভূমিষ্ঠ হবে।

এখন পর্যন্ত ভিকি কিংবা ক্যাটরিনা কেউ-ই এ পোস্টটি নিয়ে আপত্তি জানাননি। আবার নিজেদের তরফ থেকে এটাকে জল্পনা বলে উড়িয়েও দেননি। দম্পতি এ মুহূর্তে একেবারেই চুপ। তবে কি কোনো চমক দিতে চাইছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *