সম্প্রতি নিজেদের নতুন গান ‘সইয়াঁ সেবা করে’র প্রচারের জন্য লখনো গিয়েছিলেন তারা। সেখানে অনুষ্ঠানের মধ্যে আচমকা অঞ্জলির পেট স্পর্শ করেন পবন।
সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, অঞ্জলিকে কিছু একটা ইশারা করছেন পবন, যা প্রথমে অভিনেত্রী বুঝতে পারেননি। এড়িয়ে যান। তার পরেই অঞ্জলির পেটে হাত দেন ভোজপুরী অভিনেতা।
সেই মুহূর্তে মঞ্চে কোনো প্রতিবাদ জানাননি অঞ্জলি। হেসে এড়িয়ে গিয়েছিলেন। কেন তখনই কিছু বললেন না? সেই প্রশ্নও উঠেছে।
Leave a Reply