সম্প্রতি এক সাক্ষাৎকারে দুজনের বিয়ে নিয়ে বিশেষ কিছু কথা বলেছেন তাদের ছোট মেয়ে সোহা আলি খান। সোহা জানান, বিয়ের আগে তার মা শর্মিলা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। শুধু তাই নয়, তার নামও পরিবর্তন করা হয়েছিল নিয়মমাফিক।
সোহা আলি খান হটারফ্লাইকে বলেছেন, তার মা মনসুর আলি খান পতৌদিকে বিয়ে করার জন্য ধর্মান্তরিত হয়েছিলেন। ইসলামে তার নাম রাখা হয় ‘আয়েশা’। তবে মানুষ এখনও অভিনেত্রীকে তার আসল নাম অর্থাৎ শর্মিলা ঠাকুর হিসেবেই চেনেন। এই নাম নিয়ে পরিবারে কিছুটা বিভ্রান্তি ছিল কারণ তার মা ‘শর্মিলা’ নামে স্বাক্ষর করতেন এবং কখনও ‘আয়েশা’ নামে স্বাক্ষর করতেন।
















Leave a Reply