মোহাম্মদপুরে দিনে-দুপুরে ছিনতাইকারীর ছুরিতে যুবক নিহত

ঢাকার মোহাম্মদপুরে বুদ্ধিজীবী কবরস্থানের সামনে ছিনতাইকারীর ছুরি হামলার শিকার এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার বিকাল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে এ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন।

নিহত ফজলে রাব্বি সুমন (২৬) হার্ডওয়্যারের দোকানের কর্মচারী। দুই সন্তানের বাবা সুমন পরিবার নিয়ে সাইনবোর্ড এলাকায় ভাড়া বাসায় থাকতেন। মোহাম্মদপুরে বোনের বাসায় বেড়াতে এসে ছিনতাইয়ের কবলে পড়েন তিনি।

সুমনের বোন তানিয়া আক্তার বলেন, “আজ ১১টার দিকে বুদ্ধিজীবী কবরস্থানের বিপরীত পাশে আমার বাসায় পরিবারসহ বেড়াতে আসে সুমন। আমি রান্নার কাজে ব্যস্ত ছিলাম, এর মধ্যে সে একটু ঘুরতে বের হয়। পরে খবর পাই তাকে ছুরিকাঘাত করা হয়েছে।”

ঘটনার বর্ণনায় তানিয়া বলেন, “এক যুবক সুমনকে দেখে প্রথমে তার কাছে টাকা চায় ও পরে তার কাছে থাকা মোবাইল কেড়ে নিতে চায়। সুমন মোবাইল দিতে না চাইলে ধস্তাধস্তির একপর্যায়ে তার ডান পায়ের উরুতে ছুরিকাঘাত করে মোবাইল নিয়ে পালিয়ে যায় ওই যুবক।”

ছুরিকাঘাতের পর গুরুতর অবস্থায় প্রথমে সুমনকে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

সুমনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পরিদর্শক ফারুক।

সুমন পরিবার নিয়ে ঢাকায় থাকলেও তার গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার পথিয়া গ্রামে। তার বাবা বশির আহমেদ পেশায় রিকশাচালক। দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় সুমন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *