মাদককাণ্ডের অভিযোগ, অবশেষে মুখ খুললেন সাফা কবির

পুরো বিষয়টি নিয়ে সে সময় চুপ ছিলেন সাফা কবির। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সব জায়গায় আড়ালে চলে যান তিনি। দীর্ঘ আট মাস পর এ অভিযোগের বিষয়ে মুখ খুলেছেন সাফা। জানান, এমন খবর প্রকাশের পর তার কর্মজীবনেও ব্যাপক প্রভাব পড়েছিল।


সম্প্রতি রুম্মান রশীদ খানের ‘বিহাইন্ড দ্য ফ্রেম’ পডকাস্টে অংশ নেন সাফা। যেখানে ক্যারিয়ার ও জীবনের নানা বিষয়ে কথা বলেন তিনি। সেখানেই মাদককাণ্ডের খবর নিয়ে প্রথমবারের মতো কথা বলেন তিনি। সাফা কবির বলেন, ‘নিউজটি দেখার পর পুরোপুরি শকড হয়েছিলাম। কী হচ্ছে এটা, এমনটাই শুধু ভাবছিলাম। এটা কেমন নিউজ। এরপর আর কোনো আপডেট কেউ দিতে পারল না। কিন্তু এমন খবর প্রকাশের পর আমার ক্ষতি হয়ে গেল। তিন–চারটা মিডিয়ার মেয়েকে নিয়ে যে নিউজটা করল, তারা একটিবার চিন্তা করল না? যে এ মেয়েগুলোর লাইফের কী হবে?’

সাফার মতে, না জেনে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য ছড়িয়ে দেওয়া যেমন উচিত নয়, তেমনি প্রমাণ ছাড়া কাউকে অপরাধী ধরে নেয়াও অন্যায়। সাফা বলেন, ‘আমরা হুজুগে অনেক কিছু করে ফেলি। কিন্তু চিন্তা করি না, এ ধরনের কর্মকাণ্ড মানুষের জীবন বা সমাজে কী প্রভাব ফেলবে। আমাদের একটা পরিবার আছে, ওয়ার্ক লাইফ আছে, এগুলো কি কেউ চিন্তা করে? এমনিতেই মিডিয়াকে মানুষ ভালো চোখে দেখে না। এই ধরনের খবরের কারণে মা-বাবাদের মনে ধারণা জন্মাল, তাদের সন্তানেরা এখানে সুরক্ষিত না, তাদের এখানে কাজ করতে দেয়া যাবে না। আমার মনে হয়, যেকোনো কিছু করার আগে দুবার ভাবা দরকার।’

সংবাদটির পর একের পর এক কাজ হারাতে থাকেন সাফা। সে সময়ের দুর্বিষহ স্মৃতিচারণা করে সাফা কবির বলেন, ‘বৃহস্পতিবার খবরটি প্রকাশ করা হয়। রোববার একটি ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করার কথা ছিল। কিন্তু এমন খবরের কারণে তারা সেটা বাতিল করে দেয়। আমি তাদের বোঝানোর চেষ্টা করেছিলাম যে এটা শুধু একটা নিউজ। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু তাদের কাছে এটা কীভাবে প্রমাণ করব। আমার কাছে প্রমাণ করার কিছু নেই, বোঝানো ছাড়া। আমার সিনিয়র শিল্পীরা আমার সঙ্গে কাজ বাতিল করে দিচ্ছিল। বিতর্ক এড়াতে আমার সঙ্গে কাজ করতে চাইছিল না কেউ। আমিও বুঝতে পারছিলাম সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে ঝড় চলছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *