ভাঙা পায়ে পান্তের ফিফটি, ভারতের জবাবে দাপুটে ইংল্যান্ড

চোটের যা অবস্থা তাতে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন ঋষভ পান্ত। তবে দমে যাননি। ভাঙা পা নিয়েই নেমে পড়েন। ফিফটি হাঁকিয়ে থামেন। বেন স্টোকসের ফাইফারের দিনে ভারত প্রথম ইনিংসে জমা করতে পারে ৩৫৮ রান। ব্যাটিংয়েও পাল্টা ভালো করে দিচ্ছে ইংল্যান্ড।

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড টেস্টের দ্বিতীয় দিনটি ভালো যায়নি ভারতের। ২৬৪ রানে ৪ উইকেট নিয়ে শুরু করে বাকি ৬ উইকেট সফরকারীরা হারিয়েছে শতরানের কমে। এমন দিনে পান্ত কেড়ে নিয়েছেন সব আলো। ৪৮ রানের সময় চোট পাওয়া পান্ত আজ আরও ৬ রান যোগ করেন। ভাঙা পা নিয়ে থামেন ৫৪ রানে।

স্টোকসের ফাইফার নেওয়ার দিনে ধুঁকেছে ভারতের মিডল ও লোয়ার মিডল অর্ডার। আগের দিন ৫৮ রান করে থামেন যশ্বসী জয়সওয়াল। ৪৬ করেন কেএল রাহুল। সাই সুদর্শনের ব্যাটে আসে ৬১ রানের দারুণ এক ইনিংস। এরপর থেকেই ধুঁকতে থাকে ভারত।

অধিনায়ক শুবমান গিল (১২) ব্যর্থ হন, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দরও বড় রান করতে পারেনি। শার্দুল ঠাকুর ফেরেন ৪১ রান করে। এই আসা-যাওয়ার মাঝে পান্ত নেমে ফিফটি হাঁকান। তবে আর্চার তাকে বেশি সময় থাকতে দেননি। ভারতও থেমেছে সাড়ে তিনশ ছাড়িয়ে।

প্রথম ইনিংসে ইংল্যান্ড দারুণ জবাব দিচ্ছে। বিনা উইকেটে স্বাগতিকরা ৯২ রান তুলে নিয়েছে। দুই ওপেনার জ্যাক ক্রলি ৪৩ ও বেন ডাকেট ৪৮ রানে ব্যাট করছেন। দিনের আরও ত্রিশের ওভারের বেশি বাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *