বল করতে পারেন দুই হাতে, পাকিস্তানি কোচের কাছে দীক্ষা নিচ্ছেন এই ভারতীয়

আন্তর্জাতিক ক্রিকেটে এমন খেলোয়াড় শ্রীলংকারই আছে দুজন। একজন কামিন্দু মেন্ডিস, অন্যজন থারিন্দু রত্নায়েকে, দুই হাতে বল করতে পারেন। গত মাসে মেন্ডিস বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের একটি ম্যাচজয়ী স্পেল করেন পাঁচ ওভারের। ১৯ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। এর মধ্যে বাঁ-হাতি স্পিনে দুই উইকেট এবং এক উইকেট ডান-হাতি অফ-ব্রেকে। তার আগে টেস্ট সিরিজে আলো ছড়িয়েছিলেন থারিন্দু। তবে দুজনেরই পরিচয় স্পিনারের। এবার দুই হাতে বল করা এমন একজনকে পাওয়া গেল, যিনি একজন পেস বোলার। বিখ্যাত তামিল অভিনেতা নালিকান্তের ১২ বছর বয়সি ছেলে মাহিধারও দুই হাতে বল করতে পারেন। তিনি একজন পেসার।

পুরো নাম মাহিধার দোম্মারাজু। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ডেজার্ট ক্লাব ক্রিকেট একাডেমিতে একজন পাকিস্তানি কোচের অধীনে দুই হাতে বোলিংয়ে নিজের ধার বাড়াচ্ছেন তিনি। দুবাইয়ে থাকেন চেন্নাইয়ের ক্লাব পর্যায়ে খেলা সাবেক ক্রিকেটার নালিকান্ত রামপ্রসাদ, যিনি পরে তামিল সিনেমায় অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করেন। তারই ছেলে মাহিধার। মাত্র ছয় বছর বয়সে ছেলের দুই হাতে বল করার প্রতিভা দেখে বিস্ময়াভিভূত হন নালিকান্ত। মাহিধার বাঁ-হাতি ও ডান-হাতি পেস বোলিংয়ে পারদর্শী।

তার ইচ্ছা, তিনি দুই হাতে বোলিং করার কৌশল সফলতার সঙ্গে রপ্ত করার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলবেন। এরপর একদিন জায়গা করে নেবেন ভারতের জাতীয় দলেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *