দ্বন্দ্ব কাটিয়ে ফিরছে আরিফিন শুভ-সোহিনীর ‘লহু’

http://genuinenews.online/wp-content/uploads/2025/07/arifin-shuvo-sohini-20250706194034.jpg

আবারও শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘লহু’-এর শুটিং। দীর্ঘ টানাপড়েনের অবসান ঘটার পর অবশেষে জানা গেল এমনই সুসংবাদ। সিরিজটিতে রয়েছেন ঢাকাই চিত্রনায়ক আরিফিন শুভ; তার সঙ্গে জুটি বাঁধছেন ওপার বাংলার জনপ্রিয় মুখ সোহিনী সরকার। 

সিরিজটি নির্মাণ করছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি, পরিচালনার দায়িত্বে আছেন ওপার বাংলার রাহুল মুখার্জী। শুটিং শুরু হয়েছিল আগেই, তবে ফেডারেশনের কিছু নিয়ম লঙ্ঘনের অভিযোগে থমকে যায় প্রজেক্টটি।

ভারতীয় গণমাধ্যমের খবর থেকে জানা যায়, ডিরেক্টরস ফেডারেশনের নিয়ম না মেনে পরিচালক সিরিজটির শুটিং শুরু করেন। আর এর ফলে ফেডারেশনের পক্ষ থেকে সাসপেন্ড করা হয় পরিচালককে। এরপর এই ঘটনা রীতিমতো তোলপাড় ফেলে দেয় সমগ্র টালিউডে। অবশেষে সেসব জটিলতার অবসান ঘটেছে; মনোমালিন্য পেরিয়ে ফের পুরোনো ছন্দে ফিরছে ‘লহু’। ওটিটি প্ল্যাটফর্ম চরকির ভারতীয় কর্মকর্তা অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় ও পরিচালক রাহুল জানিয়েছেন, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের মধ্যস্থতায় সমস্যার মীমাংসা হয়েছে।

রাহুল বলেন, ‘স্বরূপদা না থাকলে এটা সম্ভব হতো না। ওনার সহযোগিতাতেই আবার শুটিং ফ্লোরে ফিরছি।’

অন্যদিকে অনিন্দ্য বলেন, ‘আমাদের দিক থেকেও কিছু ভুল ছিল, যা স্বরূপদা বুঝিয়ে দিয়েছেন। এখন ফের শুরু করছি ‘লহু’, পাশাপাশি চরকির আরও কিছু প্রজেক্টও পরিকল্পনায় রয়েছে।’

‘লহু’ সিরিজে আরিফিন শুভর যুক্ত হওয়ার বিষয়টি বেশ গুরুত্বসহকারেও দেখা হয়েছে বলে জানা গেছে। এছাড়াও শুরু থেকেই সিরিজটি ঘিরে দর্শক-ইন্ডাস্ট্রিতে আগ্রহ ছিল দেখার মতো। তাই ‘লহু’ শুটিং ফের শুরুর মাধ্যমে নতুন করে আশার আলো দেখা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *