ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি বেড়ে ৪৫ হাজার ছাড়ালো, সেপ্টেম্বরে সর্বাধিক মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা না গেলেও নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১৪ জন রোগী। এ নিয়ে এই বছর মশাবাহিত রোগে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৫ হাজার ২০৬ জনে। চলতি বছর এ রোগে মোট ১৮৮ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারের বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ১৭৫ জন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। এছাড়া ঢাকা বিভাগে ১১১ জন, ময়মনসিংহ বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৯০ জন, রাজশাহী বিভাগে আট জন এবং বরিশাল বিভাগে ১১৫ জন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২০৪৭ জন রোগী। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৭৪৭ জন, আর ঢাকার বাইরে ১৩০০ জন।

সেপ্টেম্বর মাসে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ১৩ হাজার ৭৩০ জনে দাঁড়িয়েছে, যা এক মাসে সর্বোচ্চ। এর আগে জুলাই মাসে ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। মাসভিত্তিক অন্যান্য তথ্য অনুযায়ী, জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুনে ৫৯৫১ জন এবং অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়েছেন। ২১ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৩৫৫ জন।

মৃত্যুর দিক থেকে, সেপ্টেম্বর মাসে ৬৬ জন ডেঙ্গুতে মারা গিয়ে সবচেয়ে বেশি। এর আগে জুলাই মাসে ৪১ জনের মৃত্যু হয়েছিল। অন্যান্য মাসের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, মার্চে কেউ মারা যায়নি, এপ্রিলে সাত জন, মে মাসে তিন জন, জুনে ১৯ জন, অগাস্টে ৩৯ জন রোগী মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীর হাসপাতাল ভর্তি ও মৃত্যুর তথ্য সংগ্রহ করে। এর মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ডেঙ্গুতে ১৭০৫ জনের মৃত্যু হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *