কলকাতার ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তনী। তিনি সুস্থ অবস্থায় নিজের বাড়িতে ছুটি কাটাচ্ছিলেন। হঠাৎ টিভি দেখতে দেখতে অসুস্থতা বোধ করলে পরে জানা যায় তিনি ব্রেন স্ট্রোক করেছেন। কিছুদিন আগেই ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক শেষ হয়েছে। আপাতত বাড়িতেই ছুটিতে রয়েছেন সায়ন্তনী। প্রতিদিনের মতো বাড়িতে নিজের মতো করে সময় কাটাচ্ছিলেন তিনি। দেখছিলেন টিভি। কিন্তু তারপর যে ঘটনা ঘটলো, তা বোধ হয় কল্পনাও করতে পারেননি সায়ন্তনী। হিন্দুস্তান টাইমসের খবর থেকে জানা যায়, গত বুধবার বাড়িতে টিভি দেখতে দেখতে আচমকা শারীরিক অস্বস্তি শুরু হয় অভিনেত্রীর। পরিস্থিতি বেগতিক দেখে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যান সায়ন্তনীর স্বামী ইন্দ্রনীল। পরীক্ষা করে জানা যায়, মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন সায়ন্তনী। তিন দিন হাসপাতালে থাকার পর গতকাল অর্থাৎ রোববার (৭ সেপ্টেম্বর) বাড়িতে ফিরে এসেছেন সায়ন্তনী।
টিভি দেখতে দেখতে হঠাৎ ব্রেন স্ট্রোক করলেন অভিনেত্রী

Leave a Reply