এর মধ্যেই কারো নাম উল্লেখ না করে শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দেন পরী। লাল রঙের ব্যাকগ্রাউন্ডে সাদা অক্ষরে লেখেন পাঁচটি লাইন। আগে ছিল ৬ মাস হিন্দু ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি। পল্টিবাজ। সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ কি জিনিস এটা! সামাজিক যোগাযোগমাধ্যমে পরীর এমন পোস্টের পর নিজেদের মতামত জানাতে শুরু করেন ভক্তরা। মন্তব্যের ঘরে পরীকে নিয়েই নেটিজেনরা বিদ্রুপ করতে শুরু করেন।
কাকে খোঁচা দিলেন পরীমণি, কী বলছেন নেটিজেনরা?

Leave a Reply