কসবায় ছাত্রীদের উত্ত্যক্ত করে টিকটক, যুবকের ছয় মাসের কারাদণ্ড

ছাত্রীদের উত্ত্যক্ত করে টিকটিক করারসময় মাইন উদ্দিন (২৮) নামের এক টিকটকারকে হাতেনাতে আটক করেছে কসবা থানার পুলিশ।

মঙ্গলবার (১৫জুলাই) দুপুরে উপজেলার বায়েক ইউনিয়নের রাবেয়া মান্নান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলাম ছয় মাসের কারাদণ্ড দেন তাকে।দণ্ডপ্রাপ্ত মাইনউদ্দিন উপজেলার বায়েক ইউনিয়নের ধোপাখোলা গ্রামের ইদন মিয়ার ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম জানান, মাইন উদ্দিন দীর্ঘদিন ধরে স্থানীয় রাবেয়া মান্নান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর টিকটক করে উত্ত্যক্ত করছিলেন। এমন একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে প্রতিবাদ শুরু হয়। এরপর থেকে পলাতক ছিলেন মাইন উদ্দিন।

মঙ্গলবার আবারও বিদ্যালয়ের সামনে গিয়ে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করছিলেন মাইন উদ্দিন। এ সময় তাকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *