কনা ও ইফতেখার গহীনের বিচ্ছেদের খবর ভক্তদেরও খানিকটা চমকে দিয়েছে। কারণ দীর্ঘ ৭ বছর প্রেমের পর ২০১৯ সালের ২১ শে এপ্রিল বিয়ে করেছিলেন এই জুটি। তাদেরকে সুখী দম্পতি হিসেবেই জানতেন সকলে। তবুও দু’জনের পথচলা আলাদা হয়ে গেল বিয়ের ৬ বছরের মাথায়।
এদিকে বিচ্ছেদের পর থেকেই কনার পরকীয়ার গুঞ্জন ছড়িয়েছে। শোনা যাচ্ছে, এক গিটারিস্টের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এই শিল্পী। যে কারণেই তাদের সংসারে ভাঙন।
অন্যদিকে কনাও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন নিজের গান নিয়েই।
এরই মধ্যে সম্প্রতি কনার ডিভোর্সের একটি উকিল নোটিসের কপি গণমাধ্যমের হাতে এসেছে। সেখানে দেখা যায় কনার ডিভোর্সে দুইজন সাক্ষী হয়েছেন। তাদের একজন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। অন্যজন গোলাম মোর্শেদ নামের এক ব্যক্তি।
Leave a Reply