আগামী নির্বাচনে চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত: আইজিপি

পুলিশ প্রধান (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের জন্য এক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা পুলিশের আছে। অতীতে নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ সম্পর্কে জনমনে যে নেতিবাচক ইমেজ তৈরি হয়েছে, তা থেকে বেরিয়ে আসার একটা বড় সুযোগ আগামী নির্বাচন। এ সুযোগ কাজে লাগিয়ে জনগণের আস্থা অর্জনে সবাইকে সচেষ্ট থাকতে হবে।

আইজিপি সোমবার,(২৭ অক্টোবর ২০২৫) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সে অপরাধবিষয়ক পর্যালোচনা সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন।

সভায় ডিএমপির কমিশনার, র‌্যাবের, এসবি প্রধান, অতিরিক্ত আইজিপিরা, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানরা, সব পুলিশ কমিশনার এবং রেঞ্জ ডিআইজিরা উপস্থিত ছিলেন।

সভায় জেলা পুলিশ সুপাররা ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন।

সভায় অতিরিক্ত আইজিপি ক্রাইম অ্যান্ড অপারেশন খোন্দকার রফিকুল ইসলাম দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি তুলে ধরেন।

আইজিপি পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধার তৎপরতা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন। এছাড়া অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত পুরস্কার সম্পর্কে প্রচারণা চালানোর জন্য ইউনিট প্রধানদের নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *