বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং মৌসুমী বায়ুর প্রভাবে গত দুই দিন বৃষ্টি হচ্ছে বাংলাদেশের প্রায় সব জেলায়। বেশিরভাগ নদনদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে উপকূলীয় কয়েকটি জেলার নিচু এলাকা। অতিরিক্ত পানির স্রোতে ভাঙন দেখা দিয়েছে শরীয়তপুরের মাঝিরঘাট এলাকার পদ্মা নদীর তীর রক্ষা বাঁধে।
রেকর্ড বৃষ্টিতে ফেনীর মুহুরী নদীর পানি বৃদ্ধি ও বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার অনেক এলাকা। এছাড়া টানা বৃষ্টিতে পাহাড় ধ্বসের শঙ্কা তৈরী হয়েছে পার্বত্য জেলা খাগড়াছড়িতে।
আবহাওয়া অফিস বলছে, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আরো অন্তত ২৪ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সমুদ্র কিছুটা উত্তাল থাকায় বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখানো হয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সারাদেশে টানা বৃষ্টিতে দেশের প্রায় সব নদনদীর পানি কিছুটা বেড়েছে। তবে উজানে পরিস্থিতি স্বাভাবিক থাকায় এখনো স্থায়ী বন্যার শঙ্কা নেই।
জেলা প্রশাসন জানিয়েছে, এই আকস্মিক বন্যায় ফেনীর দুই উপজেলার ৩৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া জেলার তিনটি নদীর তীর রক্ষা বাঁধের অন্তত ১৭টি পয়েন্টে ক্ষতিগ্রস্ত হয়েছে।
Leave a Reply