জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই প্রজন্মের সঙ্গীতশিল্পী প্রথমবার যুক্তরাষ্ট্র সফর শেষে গত ২৯ অক্টোবর রাতে দেশে ফিরেন। দেশে ফিরেই আতিয়া আনিসা এখন পরিবারকে একটু বেশি সময় দেয়ার চেষ্টা করছেন। কারণ পরিবার ছেড়ে দীর্ঘদিন ঘরের বাইরে কিংবা দেশের বাইরে তার কখনোই থাকা হয়ে উঠেনি। আতিয়া আনিসা জানান যুক্তরাষ্ট্র সফরে তিনি সেখানকার বিভিন্ন স্টেট-এ একের পর এক শোতে সঙ্গীত পরিবেশন করেছেন। প্রতিটি শোতে তার সঙ্গে ছিলেন আসিফ আকবর। এরইমধ্যে দেশে ফিরেই আনিসা আগামী ২২ নভেম্বর চট্টগ্রামে একটি শোতে গান গাইবার জন্য চুড়ান্ত হয়েছেন। নভেম্বরের প্রথম সপ্তাহে আরো একটি শোতে গান গাইবার জন্য কথা বার্তা চলছে। আনিসা বলেন,‘ জীবনে কখনো কোনোদিন এতোটা দিন দেশের বাইরে তাও আবার পরিবার ছেড়ে থাকা হয়নি আমার। তবে আমি বেশ উচ্ছ্বাস আর আনন্দের মাঝেই ছিলাম। কারণ সঙ্গী ছিলো আমার গান। গানকে জড়িয়েইতো আমার এতোদূর আসা। পরিবার সবসময় আমার পাশে থেকেছে আমাকে সাহস দিয়েছে। আর শ্রোতা দর্শকের ভালোবাসাতো ছিলোই। যুক্তরাষ্ট্রে যতোগুলো স্টেট-এ গান করেছি প্রতিটি শোতে সবার কাছ থেকে এতো এতো ভালোবাসা পেয়েছি যে আমি সত্যিই মুগ্ধ। আসিফ ভাই এবং পুরো টিম আমাকে আগলে রেখেছে। বিশেষ ধন্যবাদ সাগর ভাইকে। সাগর ভাই পি-থ্রি ভিসা করিয়ে আমাকে যুক্তরাষ্ট্র নিয়ে গেছেন, যা শিল্পী হিসেবে আমার জন্য সম্মানের। যুক্তরাষ্ট্রের প্রথম গানে গানে সফর আমার আজীবন মনে থাকবে।’
ফিরলেন আনিসা, যুক্তরাষ্ট্র সফরে গানই ছিলো তার সঙ্গী















Leave a Reply