পুলিশের ৮১ কর্মকর্তাকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চেয়েও সাড়া মেলেনি

জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অন্তত ৮১ জন পুলিশ কর্মকর্তা কর্মস্থল থেকে পলাতক রয়েছেন। তাদের ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাইলেও এখনও কোনো সাড়া মেলেনি বলে জানিয়েছে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)।
শনাক্ত হওয়া ১৫ জনের মধ্যে রয়েছেন সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ, পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার এবং ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম।
জানা গেছে, মনিরুল ইসলাম ও হারুন অর রশীদ বর্তমানে যুক্তরাষ্ট্রে, হাবিবুর রহমান যুক্তরাজ্যে এবং প্রলয় কুমার জোয়ারদার ও সৈয়দ নুরুল ইসলাম ভারতে অবস্থান করছেন।
অভ্যুত্থানের পর পুলিশ সদস্যদের বিরুদ্ধে ১ হাজার ৪৯০ মামলা হয়। একই সময়ে অন্তত ১৩৭ জন কর্মস্থল ত্যাগ করেন, এর মধ্যে ৫৬ জন ফিরলেও বাকিরা পলাতক। তাদের মধ্যে ৩ জন ডিআইজি, ১০ জন অতিরিক্ত ডিআইজি, ১১ জন পুলিশ সুপারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা আছেন।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী পলায়ন শাস্তিযোগ্য অপরাধ। ইতোমধ্যে অনেককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া গত এক বছরে পুলিশের ৮৬ জনকে অন্য ইউনিটে সংযুক্ত, ৮২ জনকে ওএসডি এবং ৫৫ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *