প্রেমিকা চলে গেলে কান্না করার পক্ষে নন সালমান

বলিউড অভিনেতা সালমান খানের ব্যক্তিগত জীবনের নানা দিক নিয়ে বর্তমানে আলোচনায় রয়েছে। বেশ কয়েক দিন ধরে তার প্রেমজীবন, অবিবাহিত জীবন এবং কুমারত্ব সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে বেশ চর্চা চলছে।

এরই মধ্যে তার আরেক মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি অভিনেত্রী টুইঙ্কেল খান্নার শো ‘টু মাচ’-এর একটি বিশেষ পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমান খান। সেখানেই তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, প্রিয়জনকে রক্ষা করার জন্য প্রয়োজনে তিনি ‘এক হাজারবার মিথ্যা’ বলতে পারেন।

ভালোবাসার মানুষকে রক্ষা করার জন্য মিথ্যা বলা কি ঠিক? সঞ্চালকের এমন প্রশ্নে কিছুটা দ্বিধাগ্রস্ত থাকলেও, আলোচনার একপর্যায়ে সালমান খান বলেন, মিথ্যার ধরনের ওপর নির্ভর করে। যদি ‘অল্প মিথ্যা’ হয়, তবে ঠিক আছে। কিন্তু যদি কেউ মারাত্মক কোনো ভুল করে, সে ক্ষেত্রে মিথ্যা বলা ভুল।

যদি কেউ খুন করে থাকে, তাহলেও কি মিথ্যা বলবেন? এবার অভিনেতা বললেন, এক হাজার পারসেন্ট আমি মিথ্যা বলব। কারণ আমার ভালোবাসার মানুষকে রক্ষা করার জন্য, যাই ঘটুক না কেন।

ভাইজানের এমন উত্তরে চমকে যান টুইঙ্কেল। প্রেমিকা চলে গেলে কেন কাঁদা উচিত নয়— এ প্রসঙ্গে সালমান বলেন, ভাইবোন, মা-বাবা কিংবা পরিবারের জন্য কান্না করা ঠিক আছে। তাই বলে প্রেমিকা চলে গেছে বলে কেঁদে কূল না পাওয়াটা একটু বাড়াবাড়িই বৈকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *