দালাল’ই চালাচ্ছে গান্না ইউনিয়ন ভূমি অফিস : হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়ন ভূমি অফিস চালাচ্ছে একজন দালাল এমন অভিযোগের ভিত্তিতে তদন্ত করে উক্ত ঘটনার সত্যতা পাওয়া গেছে। এলাকার চিহ্নিত এই দালালের নাম আরাফাত রহমান গিয়াস, সে ইউনিয়নের কাশিমপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। ভুক্তভোগী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ছেলের অসুস্থতার কারনে গান্না ইউনিয়নের, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শ্রী খোকন বাবু ভারতে অবস্থান করায় বেশ কিছুদিন ধরে অফিসের সকল কাজ করছে এই দালাল। দাখিলা কাটা রেজিঃ বাবদ খতিয়ান প্রতি দুইশত থেকে পাঁচশত টাকা, বাস্তু শ্রেনীর জমি ডাঙ্গা হিসেবে দাখিলা কাটা, রেকর্ড বই থেকে পর্চা বিক্রি, নামজারী দলিল প্রতি পাঁচ হাজার টাকা সবাই নিয়ন্ত্রন করছে এই দালাল আরাফাত। জানা গেছে এই দালালকে অফিসে এনেছে উক্ত অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা খোকন বাবু, নিজের কাজ গুলো এই দালালের মাধ্যমে করে বলে প্রমান পাওয়া গেছে। এলাকাবাসী অনেকবার তার কাছে এই দালালকে অফিস থেকে সরানোর কথা বললেও তিনি পাত্তা দেননি। অফিসে খোঁজ নিতে গিয়ে জানা যায়, ভারতে অবস্থান করায় খোকন বাবু কিছু দিন এই দালালকে আসতে বলেছে অফিসে, ভারত থেকে ফিরলে দালাল আর অফিসে থাকবে না।

চন্ডিপুর গ্রামের রহমত আলী জানান, আমি দাখিলা কাটতে গেলে নায়েব না থাকায় অফিসের দালাল আরাফাত আমার কাছ থেকে তিন হাজার টাকা নিয়ে পাঁচশত টাকার দাখিলা দেয়। পরে বলে তোমার আরো বেশি টাকা আসতো আমি কম করে দিলাম। ঝিনাইদহ সদর উপজেলা ভূমি অফিসে এ বিষয়ে খোজ নিতে গেলে অফিস সহকারী পংকজ ঘোষ জানান, এসিল্যান্ড স্যার নেই স্যার আসলে জানাবো।
এখনি এই চিহ্নিত দালালকে অফিস থেকে সরিয়ে অফিসটাকে দালালমুক্ত করার দাবি জানান স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *