সংসদ নির্বাচন: ১১৫ প্রতীকের গেজেট প্রকাশ, নেই শাপলা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১১৫টি প্রতীক সংরক্ষণ করেছে নির্বাচন কমিশন’ সেখানে স্থান হয়নি নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রত্যাশিত শাপলা প্রতীকের। বুধবার নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালায় এ সংশোধিত তালিকার গেজেট প্রকাশত করা হয়েছে।

এদিকে সংসদ নির্বাচনে প্রতীক হিসেবে ‘শাপলা’ না পেলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন সারজিস আলম।

বুধবার,(২৪ সেপ্টেম্বর ২০২৫) নির্বাচন কমিশনের প্রার্থীদের জন্য ১১৫টি প্রতীক তালিকার প্রজ্ঞাপনে বলা হয়েছে, আওয়ামী লীগের নিবন্ধন ও দলীয় প্রতীক নৌকা স্থগিত থাকায় বাকি প্রতীক প্রার্থীদের বরাদ্দ করা যাবে। আগে বিধিমালার তফসিলে সংসদ নির্বাচনে ‘দলীয়’ ও ‘স্বতন্ত্র’ প্রার্থীদের জন্য মোট ৬৯টি প্রতীক ছিল। এবার তা বেড়ে ১১৫টি হল।

বর্তমানে নির্বাচন কমিশনের ৫০টি নিবন্ধিত দল রয়েছে। নিবন্ধন বাতিল ও স্থগিত রয়েছে আরও ৫টি। এসব দলের বিপরীতে প্রতীকও সংরক্ষিত রয়েছে। এবার নতুন কয়েকটি দলও নিবন্ধিত হতে যাচ্ছে। দলীয় প্রার্থীর বাইরে স্বতন্ত্র প্রার্থীদের জন্যও প্রতীক সংরক্ষণে রেখেছে ইসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *