রাজশাহীতে জাতীয় পার্টির অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ

শুক্রবার (২৯ আগস্ট) রাত ১২টার দিকে নগরীর গণকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা প্রথমে অফিসের ভেতরে থাকা চেয়ার, ব্যানার ও কিছু আসবাবপত্র বাইরে বের করে আনেন। পরে সেগুলোতে আগুন ধরিয়ে দেন। প্রায় আধাঘণ্টা অফিসের সামনে বিক্ষোভ করেন তারা। এর আগে রাত ১০টার দিকে গণঅধিকার পরিষদ (এনসিপি) এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা রাজশাহীর সাহেব বাজার জিরোপয়েন্টে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে বক্তারা ভিপি নুরসহ দলের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান। তারা অভিযোগ করেন, ‘জাতীয় পার্টি আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ করছে।’ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *