সহকর্মীর সঙ্গে খুনসুটি নিয়ে গুঞ্জন, যা বললেন পরীমনি

ঢালিউড অভিনেত্রী পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় থাকেন। সম্প্রতি ছেলের জন্মদিনে অভিনেত্রী জমকালো আয়োজন করেন। সেখানে সবাইকে চমক দেন তিনি। তার সহকর্মী গোলাম হোসেনের সঙ্গে জুটি বেঁধে নাচেন পরীমনি। যদিও বিষয়টি খানিকটা আলোচনার জন্ম দিয়েছিল, অনেকেই দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করেন।

তবে এসবের মাঝেই পরীমনি নিজের দলবল নিয়ে সমুদ্রবিলাসে যান। সেখানে গোলাম হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা করে একটি ছবিও প্রকাশ করেন অভিনেত্রী। সেই ছবির ক্যাপশনে পরীমনি লেখেন—ঘোরাঘুরি।

এরপরই আবারও সেই সহকর্মীর সঙ্গে একটি ভিডিও প্রকাশ করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। এবার তাকে খানিকটা খুনসুটিতে মেতে উঠতে দেখা যায়।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায়, গোলাম হোসেনের কাঁধে হাত রেখে জড়িয়ে ধরেছেন, আর ক্যামেরায় উচ্ছ্বসিত হয়ে দুজনেই পোজ দিয়েছেন। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে চলে মিউজিক। সেই ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেছেন— ‘ভাই।’

অভিনেত্রী তার সহকর্মী গোলাম হোসেনের খুনসুটির এমন ভিডিও দেখে সামাজিক যোগাযোগমাধ্যমের নেটিজেনরা নানা তীর্যক মন্তব্য ছুড়ে দিয়েছেন। বিশেষ করে ‘ভাই’ সম্বোধন করার পর খানিকটা অন্তরঙ্গ ভঙ্গিতে দেওয়া পোজ নিয়ে আপত্তি জানিয়েছেন নেটিজেনরা— এ কেমন ভাই? নাকি গোলাম হোসেন ডুবে গেলেন পরীমনির জীবনে?

অভিনেত্রীর এমন ঘটনা বারবার আলোচনায় উঠে আসার কারণ— এই একই ব্যক্তি পরীমনির সহকর্মী এবং কস্টিউম ডিজাইনার। অভিনেত্রী সেখানেই যান, সেখানেই থাকেন তার প্রিয় সহকর্মী গোলাম হোসেন।

এমন ঘটনা এর আগেও দেখা গেছে, পরীমনি তার সঙ্গে থাকা গোলাম হোসেনের হাত আলিঙ্গনের ভঙ্গিতে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করেন এবং ক্যাপশনে লিখেছিলেন—হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়েছি। সেই ভিডিওটি ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় ভক্তদের মাঝে। পরে পরীমনি বলেন, এটি শুধুই ভক্তদের চমক দেওয়ার জন্য করা একটি ‘প্র্যাংক’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *