মহেশপুর প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতা কর্মীদের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়ার পর থেকেই দেশের সকল আসনের সাম্ভব্য প্রার্থীরা শুরু করেছেন গণসংযোগ। ইতিমধ্যে প্রধান উপদেষ্টাও নির্বাচনী রোড ম্যাপ ঘোষনা করেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারীর প্রথমার্ধে নির্বাচন। ঝিনাইদহ-৩ নির্বাচনী আসন কোটচাঁদপুর-মহেশপুরে বিএনপি শক্তিশালি হলেও এই কোন্দল নিরসন করতে না পারলে বিপদে পড়তে পারে দলের ভোটের সমীকরণ।এই অবস্থার প্রেক্ষেতে দলের এই জরুরী সময়ে ঐক্যের ডাক দিয়েছেন ঝিনাইদহ-৩ কোটচাঁদপুর মহেশপুর নির্বাচনী আসনের অন্যতম মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক ও মহেশপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাঃ মোমিনুর রহমান। তিনি দলের এই সময়ে সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার জোর তাগিদ দেন।গত ৩ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, “আর মাত্র ২ দিন/৪৮ ঘন্টার ব্যবধান কিন্ত টানটান উত্তেজনা, ঝুঁকি, গুম, খুন, প্রচন্ড গুলি বর্ষণ, হাজার হাজার ছাত্র জনতার মৃত্যুর মিছিল ও রক্তস্নাত রাজপথ এবং ফ্যাসিবাদ পতনে স্বস্তির নিঃশ্বাস!
বলছি ৫ই আগষ্ট ২০২৪ এর কথা। বাইতুল মোকারামের খতিব, স্পিকার, মন্ত্রী পরিষদের সকল সদস্য, বাউল শিল্পী মোমতাজ সহ ৩৩০ জন এমপি, সিটিকরপোরেশনের মেয়র, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উর্ধতন পুলিশ কর্মকর্তা, আমলা, সায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ সহ ফ্যাসিষ্ট স্বৈর রানী ও তার সকল নিকট আত্মীয়স্বজনকে নিয়ে পৃথিবীর ইতিহাসে ঐতিহাসিক লজ্জাকর পলায়ন এবং বাংলাদেশের জনগণের মুক্তির কথা। কিন্ত বড্ড আফসোস হচ্ছে কারন এমকে আনোয়ার, প্রফেসর ইমাজ উদ্দিন, তরিকুল ইসলাম, ব্রিগেডিয়ার হান্নান শাহ, মসিউর রহমানদের মতো রাজপথের যোদ্ধা আজ দুনিয়াতে নেই।
তথাপি রাজনীতি ও সংগঠন আছে বলেই দেশের জনগণ মুক্তির স্বাদ নিচ্ছে। যদিও জাতীয় ইস্যু ও জাতীয় রাজনীতি নিয়ে জাতীয় পর্যায়ের নের্তৃবৃন্দ কথা বলেন এবং বলবেন তথাপি ৮৩ ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) এর রাজনীতি, উদারতা, মর্যাদা, সম্মান, সাংগঠনিক নিয়মকানুন, সৈন্দর্য্য এবং শিষ্টাচার সম্পর্কে আজ কিছু কথা বলতেই হচ্ছে।
২০১২, ২০১৩, ২০১৪, ২০১৫, ২০১৬ আলহাজ্ব শহিদুল ইসলাম মাষ্টার সাহেব মহেশপুর উপজেলা বিএনপির সন্মানিত সভাপতি এবং আমি ইঞ্জিনিয়ার মোহা: মোমিনুর রহমান সাধারণ সম্পাদক। মো: সিরাজুল ইসলাম সিরাজ মিয়া কোটচাঁদপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি এবং অধ্যাপক আব্দুর রাজ্জাক ভাই সম্মানিত সাধারণ সম্পাদক থাকাকালীন সাংগঠনিক সকল কর্মসূচিতে আমরা কোটচাঁদপুরে যেতাম। অনুরূপভাবে মহেশপুর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত সাংগঠনিক সকল কর্মসূচিতে কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপির নের্তৃবৃন্দের অংশ গ্রহণ থাকত। এটা ছিল আমাদের স্থানীয় রাজনৈতিক সৌন্দর্য্য।
সেসময়ে আমরা কর্মসূচি পালনের তারিখ ও সময় নির্ধারণের পূর্বে পরস্পরের সাথে আলোচনা করে নিতাম। যাতেকরে একে অপরের কর্মসূচীতে অংশগ্রহন করতে পারে।
দলের স্বার্থে, সংগঠনের ঐক্য ও সৌন্দর্য্য বৃদ্ধি এবং দলকে শক্তিশালী করার জন্য সকল ভেদাভেদ, মতভেদ, অভিমান ভুলে আগামী ৫ই আগষ্ট দেশব্যাপী জনগণের মুক্তি ও বিজয় র্্যালীতে সকলে এককাতারে এসে হৃদ্যতা বাড়ানোর জন্য অনুরোধ করছি। মহেশপুর বিএনপির কর্মসূচিতে কোটচাঁদপুর বিএনপিকে নিমন্ত্রণ এবং কোটচাঁদপুর বিএনপির কর্মসূচীতে মহেশপুর বিএনপিকে নিমন্ত্রণ করার জন্য উভয় উপজেলা ও পৌর বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদককে বিনীত অনুরোধ করছি।
নির্বাচনকে সামনে রেখে তার এই ঐক্যের আহবান গুরুত্ব সহকারে দেখছে স্থানীয় বিএনপির নেতা কর্মীরা।
Leave a Reply