২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ : নেপালকে বাছাইপর্বের ভেন্যু ঘোষণা, খেলবে বাংলাদেশও

২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ভেন্যু চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আজ বৃহস্পতিবার নেপালকে ভেন্যু হিসেবে ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

বাছাইপর্বে অংশগ্রহণ করবে ১০টি দল। এর মধ্যে মাত্র ৪টি দল ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০তম আসরে অংশ নেবে। ১০টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে বাছাইপর্ব খেলবে। এরপর হবে সুপার সিক্স পর্ব ও ফাইনাল। সম্পূর্ণ সূচি পরে ঘোষণা করা হবে। ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার সুবাদে ইতোমধ্যেই বাছাইপর্বে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এশিয়া অঞ্চলের বাছাইপর্বের মাধ্যমে নেপাল ও থাইল্যান্ড এবং আমেরিকা অঞ্চল যুক্তরাষ্ট্রও বাছাইপর্বে কোয়ালিফাই করেছে।

বাকি পাঁচটি দল নির্ধারিত হবে বিভিন্ন আঞ্চলিক বাছাইপর্বের মাধ্যমে- আফ্রিকা ও ইউরোপ অঞ্চল থেকে দুটি করে দল ও ইস্ট এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে একটি দল অংশগ্রহণ করবে।

এদিকে আইসিসি গেল ১৮ জুন ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য ২০২৬ সালের মূল বিশ্বকাপের গ্রুপ বিভাজন ও ভেন্যুর তালিকা প্রকাশ করেছে।

বিশ্বকাপের মূল পর্বের খেলা শুরু হবে ২০২৬ সালের ১২ জুন। ৫ জুলাই ফাইনালের নামবে পর্দা। ২৪ দিনের এই টুর্নামেন্টের মোট ৩৩টি ম্যাচ ৭টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে ঐতিহাসিক ওল্ড ট্র্যাফোর্ড, হেডিংলি, হ্যাম্পশায়ার বোল ও ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বিখ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে।

‘এ’ গ্রুপে থাকবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ২০২৪ সালের রানার্সআপ দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও বাছাইপর্ব থেকে আসা দুটি দল।

‘বি’ গ্রুপে থাকবে স্বাগতিক ইংল্যান্ড, ২০২০ সালের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও বাছাইপর্ব থেকে আসা আরও দুটি দল।

প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে। এরপর ফাইনাল ম্যাচ হবে ৫ জুলাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *