১৭ হাজার ৩০০ জনকে চাকরি দিচ্ছে দুবাইয়ের এমিরেটস

দুবাইভিত্তিক এমিরেটস গ্রুপ বিপুল সংখ্যক কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ‘এমিরেটস এয়ারলাইন’ ও গ্রাউন্ড হ্যান্ডেলিং ইউনিট ‘ডিনাটা’ বিভাগ দুটি চলতি বছরের মধ্যে ১৭ হাজার ৩০০ কর্মী নিয়োগ দেবে বলে জানিয়েছে। পৃথক ৩৫০টি পদে জনবল নেওয়া হবে। মঙ্গলবার (২২ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

এমিরেটস গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে, ৩৫০ পদে কর্মী নিয়োগের ফলে প্রতিষ্ঠানটির সামগ্রিক কর্মী সংখ্যা ১৪ শতাংশ বৃদ্ধি পাবে।

বিপুল সংখ্যক কর্মী নিয়োগের উদ্দেশ্যে বিশ্বব্যাপী কর্মী খোঁজার আয়োজন করবে এমিরেটস গ্রুপ। এ জন্য বছরজুড়ে বিশ্বের বিভিন্ন দেশের ১৫০টি শহরে দুই হাজার ১০০টিরও বেশি ওপেন ডে ও নিয়োগ সংক্রান্ত ইভেন্ট আয়োজন করা হবে।

বিপুল সংখ্যক পদের মধ্যে কেবিন ক্রু, পাইলট ও ইঞ্জিনিয়ারদের পাশাপাশি কার্গো, ক্যাটারিং এবং গ্রাউন্ড হ্যান্ডেলিং পদও রয়েছে। এ ছাড়া ‘ডিনাটা’ আলাদাভাবে চার হাজারের বেশি কর্মী নিয়োগ দেবে শুধু কার্গো, ক্যাটারিং ও গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের জন্য।

দুবাইকে বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এমিরেটস গ্রুপ। ডি৩৩ নামে পরিচিত ১০ বছরব্যাপী পরিকল্পনার আওয়াতায় নগর রাষ্ট্রটি পর্যটনে বিনিয়োগ এবং রিয়েল এস্টেটসহ বিদেশি পুঁজিরর মাধ্যমে অর্থনীতিতে সাফল্য ঘটাতে চাইছে।

বিশ্বের উঁচু টাওয়ারের আবাসস্থল হিসেবে দুবাই শহরটি চলতি বছরের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে ৮০ লাখ ৬৮ হাজার দর্শনার্থী পরিদর্শন করেছেন। যা সরকারি তথ্য অনুযায়ী এক বছর আগের তুলনায় ৭ শতাংশ বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *