সকাল থেকে কার্যালয়ের সামনে সুনসান নীরবতা। দলটির কার্যালয়ে দু-একজন নেতাকর্মী এলেও গুরুত্বপূর্ণ নেতাদের দেখা যায়নি। জাতীয় পার্টির দফতর সম্পাদক মাহমুদ আলম জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিকেলে কর্মসূচি রয়েছে। কেন্দ্রীয় কার্যালয়ে হামলার ঘটনায় সে সময় নতুন কর্মসূচি ঘোষণা আসতে পারে।
এদিকে, কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জাতীয় পার্টির কার্যালয়ের একপাশে অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে মিছিল নিয়ে হামলা চালায় একদল লোক। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় রাহুল ও মনির নামে দুজন গুলি বিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তারা।
এরও আগে গত ৩০ আগস্ট সন্ধ্যায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
Leave a Reply