হঠাৎ ভারতীয় বিয়ের আসরে হাজির হয়ে চমকে দিলেন বিবার!

মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে অনুষ্ঠিত হচ্ছিলো জমজমাট এক ভারতীয় বিয়ের অনুষ্ঠান। আর সে বিয়ের অনুষ্ঠানেই হঠাৎ হাজির হয়ে সবাইকে অবাক করে দেন পপ তারকা জাস্টিন বিবার। সামজিক যোগাযোগ মাধ্যমে সে মুহূর্তের ভিডিও এখন ভাইরাল।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের একটি প্রতিবেদন থেকে জানা যায়, বিয়ের সে অনুষ্ঠানে শুধু হাজিরই হননি বিবার, কনের সঙ্গে তুলেছেন বেশ কয়েকটি ছবি। অনুষ্ঠানে থাকা অতিথিদের সঙ্গে বসে জমিয়ে আড্ডাও দিয়েছেন। যা দেখে রীতিমতো অবাক নেটিজেনরা।

 

জানা যায়, লস এঞ্জেলেসের এ বিয়ের অনুষ্ঠানে দাওয়াত ছাড়াই হাজির হয়েছিলেন বিবার। চোখের সামনে হঠাৎ এমন তারকাকে দেখে রীতিমতো অবাক বনে যান অতিথিরা। বিয়ের আনন্দ বেড়ে যায় দ্বিগুণ।
 
তবে এ ঘটনার পর, চোখের সামনে বিবারকে দেখে কনে লিখেছেন ভিন্ন অনুভূতি। মজা করে নিজের সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন,

কনের এমন পোস্টে মন্তব্যের ঘরে এক নেটিজেন লিখেছেন, ‘এমন মুহূর্ত সত্যিই অবিস্মরণীয়।’ আবার আরেক নেটিজেন লিখেছেন, ‘কী সুন্দর মুহূর্ত।’
 
বিবারের এক ভক্ত লেখেন, ‘আপনি খুব ভাগ্যবান, অন্যতম সেরা চমক এই বিয়ের উপহার।’ অন্য এক ভক্ত গায়কের কাছে আবদার করে লিখেছেন, ‘জাস্টিন বিবার আপনি কিন্তু আমার বিয়েতেও আসবেন।’
 
প্রসঙ্গত, ভারতীয় বিয়েতে অংশ নেয়ার অভিজ্ঞতা এবারই প্রথম নয় বিবারের। ভারতীয় ধনকুবের আম্বানি পরিবারের বিয়ের অনুষ্ঠানে বিবার অংশ নিয়েছিলেন। একদিনের আসরে নিজের বেশ কিছু হিট গান শুনিয়ে ১০ মিলিয়ন ডলার নিয়েছিলেন। তবে এবারের বিয়েতে অংশ নেয়া অবশ্য একেবারে ভিন্ন অভিজ্ঞতা মার্কিন এ গায়কের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *