স্বামীর ফোনে হাত দেন না ক্যাটরিনা

বলিউডের অন্যতম আলোচিত ও জনপ্রিয় তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ২০২১ সালে প্রেমের সম্পর্ক পরিণতি পায় বিয়েতে। তিন বছর পেরিয়ে গেলেও এখনো তাদের সম্পর্কের মধ্যে নেই কোনো মনোমালিন্য বা বিচ্ছেদের গুঞ্জন। ব্যক্তিজীবনে যেমন, তেমনি কর্মজীবনেও একে অপরকে সহযোগিতা ও সম্মান দিয়ে চলেছেন তারা।

সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে ব্যক্তিগত সম্পর্ক ও বিশ্বাস নিয়ে মুখ খুলেছেন ক্যাটরিনা কাইফ। অভিনেতা আরবাজ খানের সঙ্গে আলাপচারিতায় ক্যাটরিনা জানান, পারস্পরিক শ্রদ্ধা ও ব্যক্তিগত পরিসর রক্ষা করাই তাদের দাম্পত্য সম্পর্কের মূলভিত্তি।

তিনি বলেন, ‘আমি কখনো বিনা অনুমতিতে কারো ফোনে হাত দিই না— এমনকি সেটা আমার স্বামীর হলেও না। যদি কোনো ছবি তোলার জন্য ফোন ব্যবহারও করতে হয়, তাহলেও আমি স্ক্রল করে তার অন্য ছবি দেখি না। আমি বিশ্বাস করি, প্রত্যেকেরই কিছু ব্যক্তিগত জায়গা থাকে, যেটা সম্মানের যোগ্য।’

এই বিশ্বাস আর সীমারেখার মধ্য দিয়েই টিকে আছে ভিকি-ক্যাটরিনার সম্পর্ক। ভিকি কৌশলও স্ত্রীকে যথেষ্ট গুরুত্ব দেন। নিজের অভিনয় বা কাজ নিয়ে ক্যাটরিনার মতামত নেন এবং সেই মতামতকে গুরুত্ব দিয়ে মূল্যায়ন করেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিকি বলেন, ‘ক্যাটরিনা আমার প্রতিটি কাজ মনোযোগ দিয়ে দেখে। একজন দর্শকের দৃষ্টিকোণ থেকে গঠনমূলক ফিডব্যাক দেয়। আমি তার কাছে অভিনয় সংক্রান্ত নানা বিষয়ে পরামর্শ নিই। কারণ, সে একেবারেই নিরপেক্ষ অবস্থান থেকে রিভিউ করে।’

বলিউডের এই তারকা জুটির ব্যক্তিগত পরিসরকে সম্মান করার মনোভাব ও পারস্পরিক বোঝাপড়া নিঃসন্দেহে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে তাদের ভক্তদের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *