সূর্যবংশীকে দেখতে যা করল মেয়ে দুটি

বয়স মাত্র ১৪। এরই মধ্যে তারকা হয়ে উঠেছেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। আইপিএলে ভারতীয়দের মধ্যে সবচেয়ে কম বলে সেঞ্চুরি করেছেন। স্বীকৃত টি–টোয়েন্টিতে তিনিই সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান।

ভারত অনূর্ধ্ব–১৯ দলের ইংল্যান্ড সফরেও অনেক রেকর্ড ভেঙেছেন সূর্যবংশী। অসাধারণ পারফর্ম করে আলোচনায় আসা কাউকে নিয়ে ভক্তরা পাগলামি করবে, এটাই তো স্বাভাবিক। সূর্যবংশীকে ঘিরেও ‘পাগলামি’র ঘটনা ঘটেছে সম্প্রতি। শুধু সূর্যবংশীর সঙ্গে দেখা করবেন বলে ৬ ঘণ্টা গাড়ি চালিয়ে উস্টারে গেছেন দুই মেয়ে সমর্থক। সূর্যবংশী তখন ছিলেন ইংল্যান্ডের উস্টারে। গত সোমবার ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে শেষ ওয়ানডের আগে এই ঘটনা ঘটেছে। অনিয়া ও রিভা নামের দুই মেয়ে সূর্যবংশীর সঙ্গে দেখা করার জন্য দীর্ঘ পথ পাড়ি দেন। মেয়ে দুটির গায়ে ছিল সূর্যবংশীর আইপিএল দল রাজস্থান রয়্যালসের জার্সি। অনিয়া ও রিভার সঙ্গে সূর্যবংশীর তোলা ছবি রাজস্থান রয়্যালস সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে। যার ক্যাপশন, ‘প্রমাণ হয়ে গেল কেন আমাদের ভক্তরাই সেরা। ৬ ঘণ্টা গাড়ি চালিয়ে উস্টারে এসেছে। বেগুনি জার্সি পরেছে। বৈভব ও ভারতীয় দলের জন্য উল্লাস করেছে। অনিয়া ও রিভার বয়স বৈভবের সমান। মনে রাখার মতো একটি দিন ছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *