বিনোদন জগতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কৃতি স্যানন রুপালি পর্দায় সফলতা পাওয়ার পর এবার ব্যবসার জগতে ঝলক দেখাচ্ছেন। মাত্র দুই বছর আগে নিজের একটি স্কিন কেয়ার ব্র্যান্ড চালু করেছিলেন অভিনেত্রী, যা ছুঁয়ে ফেলেছিল ৪০০ কোটির ব্যবসা।
সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে কৃতি স্যানন ও তার সহ-উদ্যোক্তা তরুণ শর্মা জানালেন কীভাবে গড়ে উঠেছে তাদের এ সফল ব্র্যান্ড। শুরুতেই ১০০ কোটির লক্ষ্য স্থির করেছিলেন অভিনেত্রী কৃতি স্যানন ও পার্টনার তরুণ শর্মা। তা অর্জিত হতেই বাড়ানো হয় নতুন লক্ষ্য।
অভিনেত্রী বলেন, আমরা আমাদের ভিশন বোর্ডে সব লিখে রেখেছিলাম। প্রথম লক্ষ্যমাত্রা ১০০ কোটি ছিল আমাদের দুজনেরই ভাবনা। দ্বিতীয় বছরে তরুণ শর্মা একটা সংখ্যা বললেই আমি বলতাম— আরও একটু বাড়াই না কেন। কারণ জানতাম— ও পারবেই।
তাদের এখনকার টার্গেট ১০০০ কোটি। যদিও কৃতির বক্তব্য— তরুণ ভাবছে ১০০০ কোটি, আমি চাই সেটি ১২০০ হোক। কৃতি শ্যানন বলেন, আমি বিশ্বাস করি, আমরা ২-৩ বছরের মধ্যেই এই মাইলফলক ছুঁয়ে ফেলতে পারব। বড় স্বপ্ন না দেখলে তো বড় কিছু হওয়া যায় না।
শুরু থেকেই কৃতি শুধু মুখ নয়, সরাসরি বিনিয়োগও করেছিলেন ব্র্যান্ডটিতে। কৃতির ‘লেটশ হাইফেন’ নামে সেই প্রতিষ্ঠানটির নেপথ্যে রয়েছে ‘ম্যাকক্যাফেইন’-এর প্রতিষ্ঠাতাদেরই মেধা— তরুণ শর্মা, বৈশালী গুপ্ত, বিকাশ লাচওয়ানি এবং মোহিত জৈন। তরুণ শর্মা বলেন, প্রথম বছরে ব্র্যান্ডকে স্কেলআপ করার জন্য তার (কৃতির) বিনিয়োগই যথেষ্ট ছিল।
Leave a Reply