সচিবকে তুলে নিয়ে ইউনিয়ন পরিষদে তালা দিলেন বিএনপি নেতা, আটক ৬

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে সেবা কার্যক্রম বন্ধের অভিযোগ বিএনপি নেতা মহিদুল ইসলামসহ ছয়জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিত্যানন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম ভিজিডি কর্মসূচির চাল বিতরণের জন্য তালিকা করতে কয়েকদিন ধরেই ইউপি সচিবকে চাপ দিচ্ছিলেন। কিন্তু সে অনুযায়ী কার্ড না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ২০/২৫ অনুসারীসহ বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদে আসেন। এ সময় সচিব হাফিজুর রহমানকে টেনে হেঁচড়ে পরিষদ থেকে তুলে নিয়ে যান। একই সঙ্গে পরিষদের ভেতরে থাকা সেবাপ্রত্যাশী ও কর্মচারীদের ভেতরে রেখে প্রধান ফটকে তালা দেন। সচিবকে নিয়ে শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যান বিএনপির ওই নেতা। এরই মধ্যে ঘটনাটি জানাজানি হয়ে যায়। এক পর্যায়ে সেনাবাহিনীর একটি টিম বিএনপি নেতা মহিদুল ইসলামসহ ছয়জনকে আটক করে। এসময় সেনা বাহিনীর টিম ইউপি সচিবকে উদ্ধার করেন।

পরে উপজেলা প্রশাসন ও পুলিশ ইউনিয়ন পরিষদের তালা ভেঙে ভেতরে আটকে পড়াদের উদ্ধার করে। শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ইউনিয়ন পরিষদের তালা দেওয়ার ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে। শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ্রা দাস বলেন, সচিবকে জোর করে তুলে নিয়ে আসে তারা। উপজেলায় পৌঁছানোর পর সরকারি অফিসে তালা দেওয়ার অপরাধে আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *