সংসার গড়ার কোনও ইচ্ছা নেই : তমা

জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা এখন যেন জীবনের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন। চার বছর আগে এক প্রবাসী ব্যবসায়ীর সঙ্গে তার সংসার জীবনের ইতি ঘটে। সে সময়টা ছিল ব্যক্তিগত জীবনের কঠিন এক বাঁক। তবে সেই বেদনা পেছনে ফেলে আজকের তমা নিজেকে তৈরি করেছেন নতুনভাবে—নতুন দৃষ্টিভঙ্গি, নতুন দৃঢ়তা এবং আরও পরিণত মানসিকতা নিয়ে।

একান্ত আলাপচারিতায় তিনি বললেন, ভাঙনের পর কষ্ট ছিল ঠিকই, কিন্তু আমি চেয়েছি নিজেকে নতুন করে আবিষ্কার করতে। এখন নিজের কাজ, নিজের ইচ্ছা, নিজের জীবনটাই আমার কাছে মুখ্য।

মা স্পষ্ট করে বলেছেন, এখন বিয়ে বা সংসার গড়ার কোনও ইচ্ছা নেই তার। এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সংসার করতে হলে আগে মনের দৃঢ়তা লাগে। এখনো এমন কাউকে পাইনি, যাকে বিয়ে করে জীবন কাটাতে পারি।

সম্পর্ক ও প্রেম নিয়ে খোলামেলা মনোভাব পোষণ করেন তমা। তার ভাষায়, জীবনে অনেকেই আসে, কেউ থাকে, কেউ চলেও যায়। প্রেম একবারই এসেছিল—এমন ভাবা ভুল। কেউ কেউ হয়তো একজনকে ভালোবেসে জীবন কাটিয়ে দেন, তবে এই সময়ে এমন কাউকে পাওয়া কঠিন।

তিনি আরও যোগ করেন, যখন প্রেম এসেছে, তখন বিয়ের কথা ভেবেছি। কিন্তু এখন তো এমন কেউ নেই। তবে হঠাৎ বৃষ্টির মতো যদি কেউ আসে এবং মনে হয়, তার সঙ্গেই জীবন কাটানো সম্ভব, তবেই বিয়ে করব।

চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফীর সঙ্গে তমার সম্পর্ক নিয়ে গুঞ্জন বহুদিনের। তবে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তমা বলেন, পুরনো বিষয় নিয়ে এখন আর কিছু বলতে চাই না। সেটা একান্তই ব্যক্তিগত।

তিনি সাফ জানিয়ে দেন, অফ স্ক্রিনে একসঙ্গে দেখা যাবে না। আর অন স্ক্রিনেও আপাতত আমাদের কাজ করার সম্ভাবনা নেই।

বিয়ে, প্রেম বা বন্ধুত্ব নিয়ে তমা বলেন, একসঙ্গে দেখা বা আড্ডা মানেই সম্পর্ক ভাঙা নয়। সময়ের সঙ্গে বদল আসে, সেটাই স্বাভাবিক। আমরা আমাদের মতো করে এগোচ্ছি, এটাই সবচেয়ে ভালো।

তমা মির্জা সর্বশেষ রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন। যদিও বর্তমানে তার পরিচালনায় কোনও কাজ নেই, তমা স্পষ্ট জানান, রাফী একজন ভালো নির্মাতা, এতে কোনও সন্দেহ নেই।

সবশেষ ঈদে মুক্তি পাওয়া শিহাব শাহীনের ‘দাগি’ সিনেমায় তমাকে দেখা গেছে। একাধিক নতুন প্রজেক্ট নিয়ে নির্মাতা ও প্রযোজকদের সঙ্গে কথা হয়েছে বলেও জানান তিনি। কোন কাজটি আগে শুরু হবে, তা এখনো চূড়ান্ত না হলেও তমার বিশ্বাস—দারুণ কিছুই অপেক্ষা করছে তার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *