শুল্ক নিয়ে অর্থ উপদেষ্টা : যুক্তরাষ্ট্রকে ‘প্যাকেজ প্রস্তাব’ দেবে বাংলাদেশ

বাংলাদেশি পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন- তা থেকে মুক্তি পেতে যুক্তরাষ্ট্রকে ‘প্যাকেজ প্রস্তাব’ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা জানান।
অর্থ উপদেষ্টা আরও বলেন, বাণিজ্য উপদেষ্টা গিয়েছেন প্যাকেজ নিয়ে। আরও কী কী কেনা যেতে পারে- তা নিয়ে।
সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওয়ানা দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তার সঙ্গে রয়েছেন প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী। তারা মঙ্গলবার ও বুধবার ওয়াশিংটনে ট্রাম্প প্রশাসনের সঙ্গে দর কষাকষিতে বসবেন বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের আরোপ করা ৩৫ শতাংশ শুল্কের হাত থেকে রেহাই পেতে এরই মধ্যে দেশটির ৬২৬টি পণ্যে শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে টিসিবির গম ও সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে বেসরকারি খাতে তুলা আমদানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।এছাড়াও মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার ঘোষণাও দেওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে।
এর বাইরে আরও কোনো উদ্যোগ আছে কিনা- জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, ‘আরও আছে, কী কী আছে- সেটা এখন আমি বলব না। তিনি (বাণিজ্য উপদেষ্টা) ফিরে এলে তারপর বলব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *