বৃহস্পতিবার ঘোষিত উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ড্রতে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর সামনে আসছে দারুণ সব প্রতিপক্ষ। প্রতিটি দলকে খেলতে হবে আটটি ম্যাচ, প্রত্যেক ম্যাচ আবার ভিন্ন আট প্রতিপক্ষের বিপক্ষে।
শীর্ষ দলগুলোর ৮ ম্যাচ কাদের বিপক্ষে, চলুন এক নজরে দেখে নেওয়া যাক–
প্যারিস সেইন্ট জার্মেইঁ– বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, আতালান্তা, বায়ার লেভারকুজেন, টটেনহ্যাম, স্পোর্টিং লিসবন, নিউক্যাসল ও অ্যাথলেটিক বিলবাও।
রিয়াল মাদ্রিদ– ম্যানচেস্টার সিটি, লিভারপুল, জুভেন্টাস, বেনফিকা, মার্সেই, অলিম্পিয়াকোস, মোনাকো ও কাইরাত আলমাটি।
ম্যানচেস্টার সিটি– বরুসিয়া ডর্টমুন্ড, রিয়াল মাদ্রিদ, বায়ার লেভারকুজেন, ভিয়ারিয়াল, নাপোলি, বোডো/গ্লিমট, গালাতাসারাই ও মোনাকো।
বায়ার্ন মিউনিখ– চেলসি, পিএসজি, ক্লাব ব্রুজ, আর্সেনাল, স্পোর্টিং লিসবন, পিএসভি আইন্দহোভেন, ইউনিয়ন সেইন্ট জিলোইঁ ও পাফোস।
লিভারপুল– রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, আতলেতিকো মাদ্রিদ, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, পিএসভি, মার্সেই, কারাবাখ ও গালাতাসারাই।
ইন্টার মিলান– লিভারপুল, বরুসিয়া ডর্টমুন্ড, আর্সেনাল, আতলেতিকো, স্লাভিয়া প্রাগ, আয়াক্স, কাইরাত আলমাটি ও ইউনিয়ন সেইন্ট জিলোইঁ।
চেলসি– বার্সেলোনা, বায়ার্ন, বেনফিকা, আতালান্তা, আয়াক্স, নাপোলি, পাফোস ও কারাবাখ।
বার্সেলোনা– পিএসজি, চেলসি, আইনট্রাখট, ক্লাব ব্রুজ, অলিম্পিয়াকোস, স্লাভিয়া প্রাগ, এফসি কোপেনহেগেন ও নিউক্যাসল।
Leave a Reply