মাদারীপুরের রাজৈরে নিখোঁজের একদিন পুকুর থেকে ভাসমান অবস্থায় নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
হস্পতিবার (১৭ জুলাই) বেলা ১২টার দিকে রাজৈর উপজেলার পাইকপাড়া গ্রামের আব্দুল হকের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত লামিয়া আক্তার (১৫) একই গ্রামের মিজানুর রহমান মোল্লার মেয়ে ও সে স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার বিকেল একটি ফোন পেয়ে ঘর থেকে বের হয় নবম শ্রেণির মাদ্রাসাছাত্রী লামিয়া। এরপর তার আর কোন খোঁজই পায়নি পরিবার। পরে বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে ভাসমান অবস্থায় লামিয়ার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
Leave a Reply