অনেকে বড়শিতে কেঁচো বা ছোট মাছ বিদ্ধ করে মাছ শিকার করেন। এটা জায়েজ আছে কি না?
-মুহাম্মাদ রবীউল ইসলাম, দোহার, ঢাকা
উত্তর
বড়শিতে মাছ বা কেঁচো গাঁথার আগে তা মেরে নিলে তা দ্বারা মাছ ধরা জায়েজ হবে। কিন্তু জ্যান্ত মাছ বা কেঁচো বড়শিতে গেঁথে মাছ শিকার করা জায়েজ নয়।
সহিহ বুখারি, হাদিস : ৫৫১৩; সহিহ মুসলিম হাদিস : ৫০১৭; তাকমিলাতু ফাতহিল মুলহিম ৪/৫৪০; আলমুগনী, ইবনে কুদামা ১৩/২৮৯;
আদ্দুররুল মুখতার এ এসেছে-
“ويحرم صيدها إن تألمت، وكذا الإبقاء، وفي التتارخانية: لا يجوز الاصطياد بالسمك الحي؛ لأنه تعذيبٌ.”
‘যদি জ্যান্ত মাছ কষ্ট পায়, তবে তাকে দিয়ে শিকার (যেমন: টোপ বানানো) হারাম।
তেমনি তাকে জীবিত অবস্থায় রেখে দেওয়াও (টোপ হিসেবে বা বিনা প্রয়োজনে) ঠিক নয়। ‘তাতারখানিয়া’ গ্রন্থে এসেছে: জীবিত মাছ দিয়ে শিকার করা জায়েজ নয়, কারণ এটি এক প্রকার নির্যাতন।’ (আদ্দুররুল মুখতার ৬/৪৭৪)
উৎস: আল কাউসার, জুলাই ২০১০।
Leave a Reply