ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ত্রাণ প্রবেশের জন্য বিশেষ যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরাইল। এতে কমপকক্ষে ৬৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৩৪ জন ছিলেন ত্রাণপ্রার্থী। বিশ্বজুড়ে এক হাজারেরও বেশি ইহুদি রাব্বি বা ধর্মগুরু ইসরাইলের বিরুদ্ধে গাজায় অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ এনেছেন এবং অবরুদ্ধ এলাকায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।
ফিলিস্তিনে চলা নির্মমতায় কষ্ট পাচ্ছেন আলিয়া ভাটের মা সোনি রাজদান। সোনির দাদা ছিলেন জার্মান। হিটলারের বিরুদ্ধে একটা সময়ে তিনি প্রতিবাদও করেছিলেন। এ বিষয়ে সমাজমাধ্যমে দীর্ঘ পোস্ট করেছেন সোনি রাজদান। পাশাপাশি বিধ্বস্ত প্যালেস্তাইনের কথাও উঠে এসেছে তার পোস্টে। খবর আনন্দবাজার অনলাইনের।
আলিয়ার মা লেখেন, তার দাদাকে আজ ফিলিস্তিনের নৃশংসতা দেখতে হচ্ছে না, এই জন্য তিনি খুশি। সোনির দাবি, তার দাদা একটা সময়ে যাদের (ইহুদি) জন্য লড়াই করেছেন, আজ তারাই অন্য এক জাতির উপর নৃশংসতা চালাচ্ছে। সোনির এই দীর্ঘ পোস্ট সমাজমাধ্যমে ‘লাইক’ করে সমর্থন জানিয়েছেন তার অভিনেত্রী কন্যা আলিয়াও।
Leave a Reply