প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২১-২৪ ডিসেম্বর, নম্বর বণ্টন প্রকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ও নম্বর বণ্টন প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা-২০২৫ সম্পর্কে অবহিতকরণবিষয়ক জরুরি নির্দেশনা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ১৫ জুলাই অনুষ্ঠিত নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ বছর সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে।

চারটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়গুলো, বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান (৫০ শতাংশ+৫০ শতাংশ)।

প্রতিটি বিষয়ে পূর্ণমান হবে ১শ এবং পরীক্ষার সময় দুই ঘণ্টা ৩০ মিনিট।

বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ: ২১, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর।

বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো: সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়।

সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

অংশগ্রহণকারীর হার: প্রথম সাময়িক পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতে ৫ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সর্বোচ্চ ৪০ শতাংশ।

উল্লিখিত তথ্যানুযায়ী প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা বৃত্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ও নম্বর বণ্টনের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত কয়েক বছর বন্ধ থাকার পর এ বছর থেকে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয় সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *