পুলিশ হেফাজতে মৃত্যু: দুদিন আগেই বিষ সংগ্রহ করেন আশরাবী

রাজধানীর ভাটারা থানা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় বিষপান করেন ঢাকা ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার ফিরোজা আশরাবী (২৮)। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পুলিশের দাবি, আশরাবী ঘটনার দুদিন আগে অনলাইন থেকে বিষ সংগ্রহ করেছিলেন এবং তিনি পরিকল্পিতভাবে সেই বিষ পান করে আত্মহত্যা করেছেন। পুলিশ হেফাজতে এই মৃত্যুর ঘটনায় প্রশ্ন উঠেছে—থানায় আটক থাকা অবস্থায় ভিকটিমের কাছে বিষ পৌঁছালো কীভাবে? এ প্রশ্ন ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক, যা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব ও পদ্ধতিগত দুর্বলতা নিয়েও ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

থানা পুলিশের হেফাজতে বিষপানের ঘটনায় তাৎক্ষণিকভাবে ভাটারা থানার এক উপপরিদর্শক (এসআই) ও দুই নারী কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি থানায় আশরাবীর কাছে বিষ পৌঁছে দেওয়ার অভিযোগে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) এক কর্মীসহ তৃতীয় লিঙ্গের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য— ফিরোজা আশরাবী পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে এই আত্মহননের পথ বেছে নেন। মূলত পারিবারিক কলহ ও দাম্পত্য সম্পর্কে জটিলতা থেকেই তিনি এ কাজ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *