পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিতে টেকনাফের ৭০ গ্রামের ৫০ হাজার মানুষ পানিবন্দি

কক্সবাজারের টেকনাফ উপজেলায় কয়েক দিনের টানা ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ডুবে গেছে কয়েকশ ঘরবাড়ি। দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

পাহাড় ধসের শঙ্কায় পাদদেশে বসবাসকারী পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করেছে উপজেলা প্রশাসন। পানিবন্দি পরিবারগুলোকে শুকনো খাবার দেওয়া হয়েছে।

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, “টেকনাফ উপজেলায় টানা কয়েক দিনের ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে সেন্টমাটিন, হ্নীলা, হোয়াইক্যং, বাহারছড়া, সাবরাং ও সদর ইউনিয়নের অন্তত ৭০টি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

“বৃষ্টির পানিতে ঘরবাড়ি ও রাস্তাঘাট প্লাবিত হওয়ায় দুর্ভোগ পড়েছে এসব এলাকায় স্থানীয় বাসিন্দারা।” কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান বলেন, “সোমবার রাত পর্যন্ত গত ৩০ ঘণ্টায় কক্সবাজারে ২২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারি বৃষ্টিপাত আরও কয়েক দিন থাকতে পারে। এতে ভূমিধসের ঝুঁকিও রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *