দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে নির্বাচন পেছানোর চক্রান্ত চলছে বলে মন্তব্য করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষক দলের বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। রিজভী বলেন, ৫ আগস্টের পর কোনো সরকার ছিল না। তখন সমাজের স্থিতিশীলতা রক্ষা করেছে বিএনপি। এতে অংশ নেয় কৃষক দলের কেন্দ্রীয় ও ঢাকা আশপাশের অঞ্চলের নেতাকর্মীরা। এসময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদও জানায় নেতাকর্মীরা।
নির্বাচন পেছানোর চক্রান্ত চলছে: রিজভী

Leave a Reply