নির্বাচন নিয়ে দু-একটা পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে: সালাহউদ্দিন

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীতে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ‘মায়ের ডাক’ আয়োজিত এক সেমিনারে বক্তৃতা করেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘নির্বাচন বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার প্রয়োগের একটি প্রক্রিয়া। এ দেশের মানুষ ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ ১৬ বছর সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। সেই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যখন একটা রাস্তা সুগম হয়েছে, সেই রাস্তায় যেন আমরা কাঁটা না বিছাই। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে, সেটি ঘিরে কেউ কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে। কোনো কোনো দল বলছে, এ রোডম্যাপের মধ্যদিয়ে নাকি সুষ্ঠু নির্বাচন ব্যাহত হবে বা ভণ্ডুল করার পাঁয়তারা হবে। আমরা কেন সেভাবে দেখব? গত এক বছর ধরে আলাপ-আলোচনা ও দরকষাকষির মাধ্যমে সম্মিলিতভাবে এই জায়গায় আসা সম্ভব হয়েছে। তাই এই রোডম্যাপ জাতির প্রত্যাশা পূরণ করেছে বলেই আমরা মনে করি।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, নির্বাচন নিয়ে সংশয় থাকলে রাজনৈতিক দলগুলো আলোচনায় বসতে পারে। আলাপ-আলোচনার মাধ্যমেই গণতান্ত্রিক যাত্রা সুগম করতে হবে। শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। গণতন্ত্র টিকিয়ে রাখতে সংসদ, বিচার বিভাগ, মানবাধিকার কমিশন ও নির্বাচন কমিশনের পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, ‘শতভাগ প্রেস ফ্রিডম নিশ্চিত করতে হবে। সাংবাদিকরা যদি মালিকের কাছে নয়, বিবেকের কাছে দায়বদ্ধ হন, তাহলেই সত্যিকার অর্থে গণমাধ্যম স্বাধীন হবে এবং গণতন্ত্র শক্তিশালী হবে। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়েই জনগণ তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচন করতে পারবে এবং একটি জবাবদিহিমূলক সংসদ প্রতিষ্ঠিত হবে। সাম্প্রতিক সময় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষ, আহত ২৫ ৩ মিনিট আগে বাংলাদেশ ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষ, আহত ২৫ বাইচের নৌকার সঙ্গে ইঞ্জিনচালিত নৌকার সংঘর্ষ, নিহত ২ ৭ মিনিট আগে বাংলাদেশ বাইচের নৌকার সঙ্গে ইঞ্জিনচালিত নৌকার সংঘর্ষ, নিহত ২ ট্রাফিক সিগন্যাল অটোমেশন সিস্টেমের পরীক্ষামূলক কার্যক্রম শুরু আজ ৯ মিনিট আগে বাংলাদেশ ট্রাফিক সিগন্যাল অটোমেশন সিস্টেমের পরীক্ষামূলক কার্যক্রম শুরু আজ রাজশাহীতে জাতীয় পার্টির অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ ৩০ মিনিট আগে বাংলাদেশ রাজশাহীতে জাতীয় পার্টির অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ কাকরাইলে সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য ৪০ মিনিট আগে বাংলাদেশ কাকরাইলে সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৩২ বস্তা টাকা ৪৯ মিনিট আগে বাংলাদেশ ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৩২ বস্তা টাকা আরও সময় সংবাদ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ বাংলাদেশ ১ ঘণ্টা আগে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ। ২০১০ সালের ডিসেম্বরে সম্মেলনে গৃহীত সনদে ৩০ আগস্টকে দিবসটি ঘোষণা করা হয়। পরের বছর থেকেই বাংলাদেশে পালিত হচ্ছে দিবসটি। জুলাই গণ-অভ্যুত্থানের পর ভিন্ন আঙ্গিকে পালিত হচ্ছে দিনটি। সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনী রোডম্যাপ ঘোষণা প্রতারণার কৌশল রাজনীতি ১৬ ঘণ্টা আগে সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনী রোডম্যাপ ঘোষণা প্রতারণার কৌশল সংস্কার, প্রতিশ্রুত জুলাই সনদ প্রণয়ন এবং শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের অগ্রগতি ছাড়া নির্বাচনী রোডম্যাপ ঘোষণা জনগণের সঙ্গে প্রতারণার কৌশল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। আপনারা ক্ষমতার কাছেও আসেননি, নেতাকর্মীদের মির্জা ফখরুল রাজনীতি ২১ ঘণ্টা আগে আপনারা ক্ষমতার কাছেও আসেননি, নেতাকর্মীদের মির্জা ফখরুল নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, মনে করবেন না ক্ষমতায় চলে এসেছেন। আপনারা ক্ষমতার কাছেও আসেননি। অনেক চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে। ভালো কাজ দিয়ে জনগণের কাছে যেতে হবে। পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনে দায়িত্ব পালনের আহ্বান সিইসির বাংলাদেশ ২২ ঘণ্টা আগে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনে দায়িত্ব পালনের আহ্বান সিইসির কর্মকর্তাদের পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *