বড় পর্দায় সর্বশেষ ‘রেট্রো’ ছবিতে দেখা গিয়েছিল অভিনেত্রী পূজা হেগড়েকে। এই ছবিতে দক্ষিণি তারকা সুরিয়ার সঙ্গে জুটি বেঁধে এসেছিলেন তিনি। এবার তাঁকে বড় বাজেটের ছবি ‘কুলি’-তে দেখা যাবে। তবে রজনীকান্তের এই ছবিতে অতিথি চরিত্রে আসতে চলেছেন পূজা। গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে ছবির গান ‘মনিকা’। এই গানে পূজার আবেদনময় উপস্থিতি নেট–দুনিয়ায় সাড়া ফেলেছে। হৃতিক রোশন, সালমান খান, শহীদ কাপুর, রণবীর সিং থেকে সুরিয়া—সব সময় বড় বড় তারকার সঙ্গে দেখা গেছে এই অভিনেত্রীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই ফিল্মি ভ্রমণ নিয়ে কিছু কথা বলেছেন তিনি। ইন্ডাস্ট্রির বাইরে থেকে এসে আজ বলিউড তথা দক্ষিণেও নিজের পায়ের তলার জমি পাকাপোক্ত করে ফেলেছেন পূজা। একাধিক সফল প্রকল্পে দেখা গেছে তাঁকে।
পূজার কাছে সফলতার সংজ্ঞা জানতে চাওয়া হলে অভিনেত্রী বলেন, ‘সফলতা মানে কোনো ফ্রেমে নিজেকে ফিট করানো নয়। সফলতা মানে নিজেকে গ্রহণ করা আর নিজের প্রতিভাকে বিকশিত করা। আপনি যখন স্বীকৃতি চাওয়া বন্ধ করে দেবেন আর নিজের যোগ্যতার ওপর আস্থা রাখবেন, তখনই উন্নতি হবে। অন্যের পদাঙ্ক অনুসরণ করে সাম্রাজ্য গড়ে তোলা যায় না। সাম্রাজ্য তিনিই গড়ে তোলেন, যিনি নিজের জন্য অন্য পথ তৈরি করেন।’
সিনেমার দুনিয়ায় লিঙ্গ সমতা নিয়ে বাগ্বিতণ্ডা চলতেই থাকে। এ প্রসঙ্গে পূজা বলেন, ‘সমতা মানে কারও থেকে কিছু কেড়ে নেওয়া নয়, বরং এটা নিশ্চিত করা যে প্রত্যেকে যেন নিজের প্রাপ্য সম্মান পান। একটা ছবি শুধু তারকা দিয়ে নয়, প্রত্যেক অভিনয়শিল্পী, কলাকুশলী আর দলের সদস্যদের সহযোগিতায় তৈরি হয়। আমরা যখন সবার প্রশংসা করব, তখনই সৃজনশীলতা এগিয়ে যাবে।’
বড় তারকার বড় ছবিতে সুযোগের পেছনে কি পূজার ভাগ্য আছে, না তাঁর যোগ্যতা? এমন প্রশ্নে অভিনেত্রীর জবাব, ‘নিশ্চয় আমি আমার যোগ্যতার জোরে পেয়েছি। নির্মাতারা মনে করেছেন যে আমি এই ছবিগুলোর যোগ্য, তাই আমাকে নিয়েছেন।’
Leave a Reply