নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিতে নিহত ১

নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ইদন মিয়া (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

বৃহস্পতিবার ভোরে বিএনপির স্থানীয় দুই পক্ষের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে জানান সদর থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধূরী ও বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়ার অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মেঘনা নদী থেকে বালু উত্তোলন ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ বিরোধ। বৃহস্পতিবার ভোরে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়।

গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত ইদন মিয়াকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য আহতরা সদর হাসপাতাল ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি এমদাদুল হক জানান। তিনি বলেন, “আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *