দৃকে ‘বুক পেতেছি, গুলি কর: আবু সাঈদের হত্যার পাল্টা ফরেনসিক তদন্ত’ প্রদর্শনী

‘বুক পেতেছি, গুলি কর: আবু সাঈদের হত্যার পাল্টা ফরেনসিক তদন্ত’ শিরোনামে চলচ্চিত্র ও আর্ট প্রদর্শনীর গ্লোবাল প্রিমিয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টায়, দৃকপাঠ ভবনে। ২০২৪ সালের ১৬ জুলাই, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও কোটা সংস্কার আন্দোলনকারী আবু সাঈদকে হত্যা করা হয়। তার মৃত্যুর মধ্যে দিয়েই কোটা সংস্কার আন্দোলন জুলাই গণঅভ্যুত্থানে পরিণত হয়, যা শেষ পর্যন্ত শেখ হাসিনার সরকারের পতন ঘটায়। সরকারি বিবরণে বলা হয়, সাঈদ বিক্ষোভকারীদের ছোড়া ইট ও আগ্নেয়াস্ত্রে প্রাণ হারান। তবে পাল্টা ফরেনসিক তদন্ত এক ভিন্ন চিত্র তুলে ধরে— যেখানে পুলিশের উদ্দেশ্যপ্রণোদিত প্রাণঘাতী বলপ্রয়োগের প্রমাণ মেলে।

বাংলাদেশের দৃক পিকচার লাইব্রেরি ও যুক্তরাজ্যের ফরেনসিক আর্কিটেকচারের উদ্যোগে যৌথ তদন্তের মাধ্যমে বিশদ সাক্ষাৎকার, ফটোগ্রামমেট্রি, হিট ম্যাপস, স্যাটেলাইট চিত্র, ছবি ও ভিডিও সম্বলিত প্রমাণ একত্রিত করে একটি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মধ্য দিয়ে সরকারি বর্ণনার অসঙ্গতিগুলো তুলে ধরা হয়েছে। এই তদন্তের মাধ্যমে পুলিশের উদ্দেশ্যপ্রণোদিত ভূমিকাকে ইঙ্গিত করা হয়েছে এবং বিক্ষোভকারীদের প্রতি সহিংসতার অভিযোগকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *