তারেক রহমান যে নির্দেশ দিয়েছেন তা আমাদের মেনে চলতে হবে: আমিরুজ্জামান খান শিমুল

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল বলেছেন, সেই সময় কিন্তু দৃশ্যমান হয়ে গেছে আট মাস আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদের বলেছেন কিভাবে চলতে হবে। কিন্তু সেই কথামতো আমরা কেউই চলি না। আমরা আবার নির্বাচন প্রত্যাশা করি কেউ এমপি কেউ চেয়ারম্যান কেউ মেম্বার হতে চাই। অথচ তারেক রহমানের নির্দেশ আমরা কেউ মানি না আবার সবাই বড় বড় নেতা হতে চাই। বিএনপি কেবল রাজনীতির জন্য রাজনীতি করে না, মানুষের পাশে দাঁড়ানোই এ দলের প্রধান লক্ষ্য। রবিবার (২৭ জুলাই) বিকালে কোটচাঁদপুর পৌর মহিলা কলেজে উপজেলা ও পৌর কৃষকদলের আয়োজনে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

এছাড়া তিনি আরো বলেন, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার জন্য বেশি বেশি করে গাছ লাগাতে হবে। বিএনপি সবসময় দেশের মানুষের কল্যাণে কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মীর ফজলে এলাহী শিমুল, উপজেলা বিএনপির সহ সভাপতি গোলাম মোস্তফা মন্টু, উপজেলা বিএনপির সহ সভাপতি তমিজউদ্দিন, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল কাশেম, যুগ্ম আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, পৌর বিএনপি সহ সভাপতি মমিন মনোয়ার মমিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল, সদস্য সচিব মাহফুজ আলম মামুন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সিদ্দিক,উপজেলা ছাত্র দলের সদস্য সচিব হুমায়ন কবির হিরা, পৌর ছাত্র দলের সদস্য সচিব ফজলে রাব্বি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কৃষিবিদ ফিরোজ উদ্দিন মানিক।

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীদের মাঝে ফলজ ও কাঠের চারা বিতরণ শেষে জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বিএনপি’র সকল স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *