তামিমকে শুধু বিনোদনমূলক ম্যাচ খেলার পরামর্শ

মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তামিম ইকবাল। গত ২৪ মার্চ অল্প সময়ের ব্যবধানে দুবার হার্ট অ্যাটাক হয়। তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হলে রিং পরানো হয় হার্টে। আপাতত সুস্থ আছেন তামিম, তবে এখনও ফেরেননি প্রতিযোগিতামূলক ক্রিকেটে।

মাসকয়েক আগে তামিমের কাছে জানতে চাওয়া হয়েছিল কবে ফিরবেন ক্রিকেটে? বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক বলেন, ‘দ্রুতই।’ অসুস্থতার পর বেশ কয়েকদিন ব্যাট হাতেও দেখা গিয়েছিল। জাতীয় দলের দীর্ঘদিনের ট্রেনার ও তামিমের অসুস্থতা পর্যবেক্ষণ করা ইয়াকুব চৌধুরী ডালিম অবশ্য তামিমকে প্রতিযোগিতামূলক ক্রিকেট এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।

নিজের দীর্ঘ অভিজ্ঞতার প্রেক্ষিতে ডালিম মনে করেন, সিরিয়াস ক্রিকেটে ফিরে আসা তামিমের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

তামিমকে পরামর্শ দিয়ে ট্রেনার ডালিম বলেছেন, ‘এখন তামিমের খেলার সম্ভাবনা বলতে বিনোদনের জন্য ঠিক আছে। প্রতিযোগিতামূলক ক্রিকেট, হাই-ভোল্টেজ ম্যাচ—যেমন বিপিএল, ফাইনাল, সেমি-ফাইনাল—এই ধরনের ম্যাচগুলো একটু… আসলে এটা নির্ভর করবে তামিমের উপর, তিনি কীভাবে সেটা নেবেন। তবে আমার পরামর্শ থাকবে, ট্রেনিং করা এবং কেবল বিনোদনমূলক খেলাগুলোতে ফোকাস করাই ভালো।’

এ বছরের মার্চে ডিপিএল চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। মৃত্যুর মুখ থেকে সে যাত্রায় বেঁচে ফেরেন। পরে জানা যায়, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। হার্টে ব্লক ধরা পরেছে। পরানো হয় রিং। এরপর ধীরে ধীরে সেরে ওঠেন তামিম।

এত বড় অসুস্থতার পর স্বাভাবিকভাবেই তামিম ছিটকে যান মাঠের বাইরে। জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে বেধে দেওয়া হয় সময়, খেলায় ফিরতে অপেক্ষা করতে হবে কমপক্ষে তিন মাস। চিকিৎসকরা মনে করেন, তামিম ফিট হলে তবেই খেলতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *