ঢাকায় আজ জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ মিছিল

ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচনসহ কয়েক দফা দাবিতে আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকায় একযোগে বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামীসহ সাতটি দল।

বিক্ষোভের আগে বায়তুল মোকাররম, জাতীয় প্রেসক্লাব ও আশপাশের এলাকায় সমাবেশ করবে দলগুলো। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব কর্মসূচি চলবে।

কর্মসূচিতে অংশ নেবে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

জোহরের পর ইসলামী আন্দোলন বায়তুল মোকাররমের উত্তর প্রাঙ্গণে, আসরের পর বাংলাদেশ খেলাফত মজলিস উত্তর ফটকের সামনে, বিকেল ৩টায় প্রেসক্লাবের সামনে খেলাফত মজলিস, বিকেল ৪টায় নেজামে ইসলাম পার্টি, একই সময়ে খেলাফত আন্দোলন, বিকেল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম দক্ষিণ ফটকে জামায়াত এবং বিজয়নগরে জাগপার কর্মসূচি হবে।

রাজধানীর একই এলাকায় সাত দলের কর্মসূচি ঘিরে সড়কে যানজটের আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *