ডেমু ট্রেন কেনায় রাষ্ট্রের ক্ষতি, দুদকের মামলা

অকার্যকর ও অনুপযোগী ডেমু ট্রেন কেনার মাধ্যমে রাষ্ট্রের ৫৯৮ কোটি ৮৪ লাখ টাকার ক্ষতির অভিযোগে বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাপরিচালক মো. তোহিদুল আনোয়ার চৌধুরীসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা–১-এ মামলাটি করেন সহকারী পরিচালক রাজু আহমেদ।

দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার অন্য আসামিরা হলেন প্রকল্প পরিচালক ও সাবেক প্রধান যান্ত্রিক প্রকৌশলী (উন্নয়ন) মো. ইফতিখার হোসেন, সাবেক প্রধান যান্ত্রিক প্রকৌশলী (চট্টগ্রাম) মো. আক্তারুজ্জামান হায়দার, সাবেক উপসচিব (পরিকল্পনা বিভাগ) বেনজামিন হেমব্রুম, সাবেক উপপ্রধান অঞ্জন কুমার বিশ্বাস, সাবেক উপসচিব আশরাফুজ্জামান এবং সাবেক উপপরিচালক (বাস্তবায়ন, নিরীক্ষণ ও মূল্যায়ন বিভাগ) মো. মুমিতুর রহমান।

মামলার এজাহারে বলা হয়, ২০১১ সালে ২০ সেট ডিজেল–ইলেকট্রিক মাল্টিপল ইউনিট বা ডেমু ট্রেন কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। কিন্তু কোনো সম্ভাব্যতা সমীক্ষা ছাড়াই প্রকল্প বাস্তবায়ন করা হয়। ২০১২ সালে কর্মকর্তারা চীন সফরে গিয়ে দেশের আবহাওয়া ও রেল অবকাঠামোর সীমাবদ্ধতা উপেক্ষা করে মিথ্যা তথ্য দেন।

ফলে লোকোমোটিভ বারবার বিকল হওয়া, টয়লেটের সঠিক পয়ঃনিষ্কাশন না থাকা, যন্ত্রাংশ সরবরাহের শর্ত না থাকায় ট্রেন সচল রাখা সম্ভব হয়নি। রক্ষণাবেক্ষণে প্রায় ২ কোটি ৯০ লাখ টাকা ব্যয় হলেও ট্রেন সচল করা যায়নি।

দুদক বলেছে, আসামিরা যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের অপব্যয় করেছেন। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা হয়েছে। তদন্তে অন্য কারও সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাকেও আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *